গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ২০:১৬| আপডেট : ০৪ মে ২০২৫, ২১:০৬
অ- অ+

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পেয়েছেন এবং গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চান্দনা চৌরাস্তায় এ হামলা হয়। হাসনাত আব্দুল্লাহ নিজেই সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, হামলার কথা শুনেছেন, তবে তারা ঘটনার বিস্তারিত জানতে পারেননি।

তবে জানা গেছে, হামলার ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে অবস্থান নেন। তিনি নিরাপদ আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন।

এদিকে এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা হওয়ার কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন।

এনসিপির আরেক নেতা হান্নান মাসউদও হাসনাতকে প্রটেক্ট করতে আশপাশের নেকাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি ফেসবুকে লেখেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশেপাশে যারা আছেন, দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

হামলার ঘটনার বিষয়ে আজ রাতে এনসিপি রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে ব্রিফ করবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/৪মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা