জিম্বাবুয়ের পর আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। তবে এরপর খুব বেশি বিশ্রামের সুযোগ নেই। চলতি মাসেই আছে পাকিস্তান সফর। এর আগে তারা খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সিরিজটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে আজ। এমিরেটস ক্রিকেট বোর্ড আজ সূচি ঘোষণা করে।
শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ মে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপের ঠিক আগে দুবাইয়ে দুই ম্যাচের একটি সিরিজ খেলেছিল এই দুই দল। সেই সিরিজটিতে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছিল।
এই সিরিজ শেষ করে পাকিস্তানে যাবে বাংলাদেশ। আগামী ২১মে সেখানে পা রাখার পর ২৫ তারিখ প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। পরের ম্যাচটি হবে ২৭ তারিখ। এই দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। পরের তিনটি ম্যাচ ৩০ মে, ১ ও ৩ জুন লাহোরে।
(ঢাকাটাইমস/০২মে/এলকে)

মন্তব্য করুন