পিএসএলে আজ অভিষেক হচ্ছে নাহিদ রানার?

পেশোয়ার জালমির এখন সব বাঁচা কি মরার লড়াই। হারলেই বাদ পড়ার পথে এগোবে আরেকধাপ—এমন সমীকরণ সামনে রেখে চার দিনের বিরতির পর আজ মাঠে নামছে পেশোয়ার জালমি। বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে পেশোয়ার-ইসলামাবাদ ম্যাচ। এদিন পিএসএলে অভিষেক হয়ে যেতে পারে নাহিদ রানার। এর আগে ২৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচের আগেও সামাজিক মাধ্যমে রানার অনুশীলনের ছবি পোস্ট করেছিল। তবে সেই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি রানার। বাংলাদেশি এই পেসারকে এবারের পিএসএলে নিয়েছে পেশোয়ার জালমি।
টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে পেশোয়ার। রাত ৯টায় টেবিল শীর্ষ ইসলামাবাদের বিপক্ষে লড়াই। এই ম্যাচে হয়ত দেখা যাবে টাইগার স্পিডস্টারকে।
(ঢাকাটাইমস/০২মে/এলকে)

মন্তব্য করুন