দেশে উটের দুধ বিক্রি করবেন মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৫, ১৫:৫০
অ- অ+

অভিনয়ে নিয়মিত না হলেও ব্যক্তিগত বিষয়গুলো সামনে এনে লাইমলাইটে থাকেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এবার এ অভিনেত্রী জানালেন, উটের দুধের ব্যবসা করবেন তিনি।

ব্যক্তিগত কারণে মাঝেমধ্যেই দুবাই যান মিষ্টি জান্নাত। সেখানে উটের দুধের চা খেয়ে অভ্যস্ত হন তিনি। শুধু তাই নয় দেশে ফেরার সময় পরিবারের জন্য এই দুধ সঙ্গে আনেন তিনি। তবে এই দুধের পুষ্টিগুনের কথা চিন্তা করতে বাণিজ্যিকভাবে দেশে আনার চিন্তা করেছেন তিনি।

মিষ্টি জান্নাত বলেন, দুবাই থেকে এ দুধ আমদানি করব। এটি যেন সবাই খেতে পারেন সেজন্য ২০০ মিলিগ্রামের প্যাকেটও বের করার ইচ্ছা রয়েছে। খুব শিগগিরই এ পণ্য দেশের মাটিতে লঞ্চ করব।

তবে উটের দুধের দাম কেমন হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ঈদুল আজহার আগে বা পরে সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলেও জানান এই নায়িকা।

ব্যবসায়ী উদ্যোগ নেয়ার পাশাপাশি চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নিউইয়র্কেও দাঁতের একটি ক্লিনিক করার পরিকল্পনা রয়েছে তার। দেশে এ স্বপ্ন পূরণ হওয়ার পর বিদেশের মাটিতেও সে স্বপ্ন পূরণ করতে চান অভিনেত্রী।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। বর্তমানে বিগ বাজেটের দুটি সিনেমার কাজ হাতে রয়েছে তার। কাজ চলছে একটি ওয়েব ফিল্মেরও। যেখানে একজন সাইকো কিলার হিসেবে পর্দায় ধরা দেবেন মিষ্টি জান্নাত।

(ঢাকাটাইমস/৩মে/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা