বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৫, ২০:৪৮
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন- নাসিরুল্লা বিশ্বাস (৪৫), মো. হৃদয় মল্লিক (২৫)।

শনিবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে বাবু চেয়ারম্যানের বাড়ির সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ অভিযানে নাসিরুল্লা বিশ্বাস (৪৫) ও হৃদয় মল্লিক (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ওসি জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামি নাসিরুল্লা বিশ্বাসের বিরুদ্ধে পূর্বে বালিয়াকান্দি থানায় দুটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া বালিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৩মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই অভ‍্যুত্থানের অংশীদারেরা একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন: এবি পার্টি
গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি দুষ্ট চক্র নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা করছে: মঈন খান
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
ভালুকায় বজ্রপাতে একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা