মুক্তি পেতে যাচ্ছে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাইক ট্র্যাপ’

কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মোটরসাইকেলের প্রতি আসক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাইক ট্র্যাপ’-এর গল্প।
নির্মাতা শুভংকর পাল জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই উঠতি বয়সের তরুণদের আত্মহত্যার ঘটনা দেখতে পাই। পরিবারের সাথে অভিমান করে মোটরসাইকেল না পাওয়ায় অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এই বিষয়টি আমাকে প্রচণ্ড রকমভাবে আবেগতাড়িত করে। সাম্প্রতিক সময়ে আমার গ্রামের বাড়ি আলফাডাঙ্গায় এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় আমি দ্রুত সিদ্ধান্ত নিই—তরুণদের সচেতন করতে চলচ্চিত্রের মাধ্যমেই কাজ করব। এখান থেকেই ‘বাইক ট্র্যাপ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের যাত্রা শুরু।’
পাঁচালী প্রডাকশনের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রের ট্রেইলার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মো. জাহিদুল ইসলাম, মো. নয়ন মোল্যা, সাকিল সিকদার, হৃদয় খন্দকার, মো. হাবিব ও পারভেজ হোসেনের মতো তরুণ শিল্পীরা।
নির্মাতার পরিকল্পনা রয়েছে, চলচ্চিত্রটি অনলাইনে প্রকাশের আগে প্রথমে কয়েকটি কলেজে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করার। সামাজিক সচেতনতাকে প্রাধান্য দিয়ে তৈরি এই চলচ্চিত্রটি কতটা আলোড়ন তুলতে পারে, তা নিয়েই এখন উৎসুক দর্শকসমাজ।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এজে)

মন্তব্য করুন