ক্রিকেট বোর্ডে কাদের আসা উচিত নয় জানালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৫, ১৮:৪৬
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে কাদের আসা দরকার এবং কাদের আসা উচিত নয় তার একটা স্পষ্ট মত দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার মতে, ক্রিকেট বোঝেন এবং জেলার ক্রিকেট উন্নয়নে সক্ষম প্রতিনিধিদেরই বিসিবির নেতৃত্বে আসা উচিত।

আজ শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনয়াতনে আয়োজিত বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই অভিমত দেন ওপেনার।

ক্রীড়া সংগঠকদের উদ্দেশে তামিম বলেন, আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব। যারা ক্রিকেট বোঝেন, যাদের স্বপ্ন আছে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার, কেবল তাদেরই জেলা বা বিভাগ থেকে নির্বাচিত করা হোক।

এ সময় আগের ক্রিকেট বোর্ড নিয়ে নিজের পর্য বেক্ষণ তুলে ধরেন তামিম, আমি অতীতে অনেকবার দেখেছি, কেউ একজন জেলা বা বিভাগ থেকে বোর্ডে আসেন, তারপর বোর্ডের পরিচালক হয়ে নিজের অঞ্চলকে ভুলে যান। এটা হতে দেওয়া যায় না।

সাবেক অধিনায়ক সম্প্রতি বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে এসেছেন। এ সময় জেলা ক্রিকেটের অব্যবস্থাপনা ও লিগ কাঠামোর দুর্বলতা দেখেছেন তিনি। তামিম বলেন, অনেক জেলায় মানসম্মত লিগই হয় না। অথচ আমরা ক্রিকেটকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা দাবি করি।

জেলা বা বিভাগীয় ক্রিকেটের উন্নয়নে যারা ব্যর্থ, তাদের ক্রিকেট বোর্ডের উচ্চপদে আসীন হওয়ার কোনো যোগ্যতা নেই বলে মন্তব্য করেন এই সাবেক অধিনায়ক। বলেন, কেউ যদি নিজের জেলার ক্রিকেটের উন্নয়ন করতে না পারে, তাহলে তার বোর্ডে আসা উচিত নয়।’

(ঢাকাটাইমস/৩মে/এমজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
কিডনি সুস্থ রাখতে কোন কোন তেল খাবেন, জানুন প্রতিদিন কতটুকু তেল খাবেন
গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে যে নিয়মে আম খেলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা