বন্য প্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী

তিন ধরনের বিরল বন্যপ্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে পড়েছেন ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী ছায়া কদম। তিনি নিজেই স্বীকার করেছেন যে ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন।ইতোমধ্যে ভারতের বন বিভাগের পক্ষ থেকে আইনি নোটিশ গেছে অভিনেত্রীর কাছে। এমনিতেই ভারতে এই তিন প্রাণী হত্যা নিষিদ্ধ। অভিনেত্রী কী ভাবে এই তিন বিরল প্রাণীর মাংস পেলেন তার খোঁজ চালানো হচ্ছে।
শুধু অভিনেত্রী নন, এই অপরাধে জড়িত চোরাশিকারি ও বন্যপ্রাণীর মাংস সরবরাহকারীদের খোঁজেও তল্লাশি শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্তকারীরা জানিয়েছেন, তারা ছায়া কদমের সঙ্গে যোগাযোগ করেছেন। ছায়া জানিয়েছেন, এই মুহূর্তে পেশাগত কাজে শহরের বাইরে রয়েছেন। তিনি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য সহযোগিতা করবেন। এর পাশাপাশি আইনি সুরক্ষার ব্যবস্থাও করছেন তিনি।
(ঢাকাটাইমস/০২মে/এলকে)

মন্তব্য করুন