খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দূর্গাপুর এলাকায় খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।
শুক্রবার (২ মে) বিকালে দূর্গাপুর-টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই মানববন্ধন হয়। এতে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠনের সদস্যসহ কয়েক শ ক্রীড়াপ্রেমী যুবক ও এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম স্বপন, সাবেক সেনা সার্জেন্ট সফিউল আরম স্বপন, মুফতি ইব্রাহীম বিন মান্নান, সমাজসেবক ছগির আহমেদ, ক্রীড়ানুরাগী মো. ইমন ভূঁইয়া, শেরে বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, নবীন যুব সংগঠনের সভাপতি মো. আলম মিয়া, প্রবাসী রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, এই মাঠে প্রতিদিন শতাধিক শিশু-কিশোর খেলাধুলা করে। হঠাৎ করে মাঠ নষ্ট করে ভূমি অফিস নির্মাণের কাজ শুরু হয়েছে। এতে ছাত্র, শিশূ-কিশোর, যুবকদের খেলাধুলার পথ বন্ধ হযে যাবে। খেলার মাঠে অফিস ভবন নির্মাণ না করে অন্য কোনো স্থানে করার দাবি জানান তারা।
এই আন্দোলনে দূর্গাপুরের প্রবাসীরাও সোচ্চার ভূমিকা রাখছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠ রক্ষার দাবিতে সরব হয়েছেন।
জানতে চাইলে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, প্রায় পাঁচ বছর আগে গ্রামবাসীকে অবগত করে এখানে ভূমি অফিস নির্মাণের অনুমোদন করা হয়েছে। তখন কেউ কোনো লিখিত আপত্তি জানায়নি। ভবনটি বাস্তবায়িত হলে মাঠে খেলাধূলায় কোনো বিঘ্ন হবে না বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২মে/মোআ)

মন্তব্য করুন