‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার

সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করেছে দেশীয় বেসরকারি এয়ারলাইনস সংস্থা নভোএয়ার। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
নভোএয়ার সূত্রে জানা গেছে, তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা সংস্থার প্রতিনিধিরা এয়ারক্রাফট ইন্সপেকশন করতে আসবেন। এই কারণে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়েছে। পুরো প্রক্রিয়াটি চলতি মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
তবে এয়ারলাইন্সটির পক্ষ থেকে এখনো পরবর্তী পরিকল্পনা বা ফ্লাইট পুনরায় শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়নি।
এর আগে চলতি বছরের ২০ এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেয় এয়ারলাইন্সটি। প্রতিষ্ঠান বন্ধ হওয়ার গুঞ্জন উড়িয়ে টিকিট বিক্রি শুরু করেছিল তারা। তবে ১০ দিনের মাথায় আবারও টিকিট বিক্রি বন্ধ করে দেয় নভোএয়ার।
নভোএয়ার ২০১৩ সালে যাত্রা শুরু করে এবং অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে আসছিল। অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করত সংস্থাটি। আর যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করে।
(ঢাকাটাইমস/০২মে/এমআর)

মন্তব্য করুন