সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৮ ঘণ্টা পর শুক্রবার রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ছয়টায় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে সাজেদুল ইসলাম (২০) ও তার ভাগিনা মো. মাহফুজ ইসলাম ইমনকে (১৬) ধরে নিয়ে যায় বিএসএফ।
এসএসসি পরীক্ষার্থী ইমন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর গ্রামের মো. মোস্তাফিজের ছেলে এবং সাজেদুল ইসলাম বগুড়ার মহাস্থানের বকুল ইউনিয়নের মো. সাইফুল ইসলামের ছেলে।
বিজিবি ও সীমান্তরক্ষীদের ভাষ্য, বাংলাদেশি ২ জন নাগরিক মো. মাহফুজ ইসলাম ইমন (১৬) ও মো. সাজেদুল ইসলাম তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার-৮২৫/১-এস এর নিকটবর্তী ভারতীয় চাবাগানে মোবাইল ফোনে টিকটক ভিডিও করার সময় বিএসএফ ২০-২৫ গজ ভারতের অভ্যন্তরে তাদেরকে আটক করে।
স্থানীয় জনগণ ধবলসূতি বিওপিকে অবহিত করলে দায়িত্বরত বিজিবি সদস্যরা বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। তারা জানান, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ ও ভিডিও ধারণ করার কারণে তাদেরকে আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৩মে/এফএ)

মন্তব্য করুন