চট্টগ্রামের টেস্ট: প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ, তাইজুলের ফাইফার

জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের টেস্টের প্রথম দিনের শুরুটা ভালো হলেও দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। তবে শেষ বিকালে নিজের জাদু দেখালেন স্পিনার তাইজুল ইসলাম, তুলে নেন ৪ উইকেট। এর মধ্যদিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফাইফার পূর্ণ করেন তাইজুল। আর প্রথমদিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে
দলীয় ৭২ রানে বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। ৫০ বলে ২১ রান করা বেন কারেনকে ফেরান তাইজুল ইসলাম।
এরপরই নিক ওয়েলচের সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন শন উইলিয়ামস। তৃতীয় সেশনের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন ফিফটি করা নিক ওয়েলস।
ওয়েলচ মাঠের বাইরে যাওয়ায় তৃতীয় উইকেটে উইলিয়ামসের সঙ্গে যোগ দেন ক্রেগ আরভিন। অভিজ্ঞ এই ব্যাটার বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৩১ বল খেলে ৫ রান করা আরভিনকে ফেরত পাঠান নাঈম হাসান। নিজের পরের ওভারে এসে আবারো উইকেটের দেখা পান নাঈম। এবার তুলে শন উইলিয়ামসের উইকেট। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬৬ বলে ৬৭ রান।
একটুপরেই ১৫ রান করা মাদেভেরেকে ফেরান তাইজুল, এতে ২০০ রানেই ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৮১তম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়েছেন তাইজুল। চতুর্থ বলে ওয়েলিংটন মাসাকাদজাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। আর পরের বলে রিচার্ড এনগারাভাকে বোল্ড করেন তাইজুল।
৮ উইকেট পড়ার পর আবারো উইকেটে আসেন রিটায়ার্ড হয়ে উঠে যাওয়া ওয়েলচ। তবে দ্বিতীয় দফায় উইকেটে এসে সুবিধা করতে পারেননি। তাইজুলের লো হওয়া বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন এই ব্যাটার। এই উইকেট নিয়ে ইনিংসে ফাইফার পূর্ণ করেন তাইজুল।
এরপর নবম উইকেটে ভালোই এগোচ্ছিলেন তাফাদোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসা। তবে হঠাৎ রান আউটের শিকার হন মাসেকেসা। মিরাজের থ্রো থেকে বল ধরে দ্রুত উইকেট ভাঙেন তাইজুল। তাতে ২১৭ রানে নবম উইকেট হারায় জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। এছাড়া নাইম হাসান ২ ও তানজিম সাকিব নিয়েছে একটি উইকেট।
তাইজুলের ফাইফার: ৫৩তম টেস্ট খেলতে নামা বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম আরও একবার পাঁচ উইকেট তুলে নিয়েছেন। এটি তার ক্যারিয়ারে ১৬তম ফাইফার। এছাড়াও ক্যারিয়ারে দু’বার দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ার কীর্তি আছে তার। এ নিয়ে টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২২৪।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এমআর)

মন্তব্য করুন