শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৫, ০৯:৩৮| আপডেট : ০২ মে ২০২৫, ০৯:৫১
অ- অ+

দুই বছর পর আবারও হাতে ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন দেশের তারকারা। চারটি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। তবে এই আয়োজন আগে নিয়মিতই ছিল। মাঝে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে বন্ধ হয়ে যায় টুর্নামেন্টটি।

২০২৩ সালে সর্বশেষ আয়োজন করা হয়েছিল সিসিএল-এর। তবে দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটি এবার বদলে যাচ্ছে নাম ফরম্যাটে। ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি।

এর আগে টুর্নামেন্টটির আয়োজন হয়েছিল ইনডোরে। এবার তা হতে যাচ্ছে উন্মুক্ত মাঠে। আগের মতো ৬ ওভারে নয়, টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

আকর্ষণীয় এই টুর্নামেন্টের চারটি দল হলো- গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স এবং স্পারটান্স। প্রতিটি দলেই অংশ নিচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা।

(ঢাকাটাইমস/০২মে/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়
রাজবাড়ীতে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা