দমলেন না পরীমনি, গৃহকর্মীর বিরুদ্ধে করলেন পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৯
অ- অ+

হাত গুটিয়ে বসে রইলেন না আলোচিত চিত্রনায়িকা পরীমনি। দেখিয়ে দিলেন তিনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তাইতো গৃহকর্মীর বিরুদ্ধে করলেন পাল্টা মামলা।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মানহানিকর বক্তব্য ও খবর প্রচারের অভিযোগে তার সাবেক গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন নায়িকা।

এর আগে সম্প্রতি পরীমনির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন গৃহকর্মী পিংকি। তার আগে করেন জিডি।

কিন্তু থানা-পুলিশে অগ্রগতি না হওয়ার অভিযোগ তুলে শেষমেশ যান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে। সেখানে গত ১৭ এপ্রিল করেন হত্যাচেষ্টা মামলা।

এক সপ্তাহের মাথায় বুধবার গৃহকর্মী পিংকির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা ঠুকে দিলেন পরীমনি। সেই মামলায় পিংকি ছাড়াও ‘সকল খবর’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক মোর্শেদ সুমন এবং ‘প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট‘, ‘অনলাইন পোর্টাল পিপলস নিউজ’ ও ‘ডিজিটাল খবর’কে আসামির তালিকায় রেখেছেন নায়িকা।

এদিন মামলার জবানবন্দিতে আদালতকে পরীমনি বলেন, ‘মাননীয় আদালত, আমার বাসায় আরও কয়েকজন গৃহকর্মী কাজ করেন। কেউ কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। পিংকি আক্তার ইচ্ছাকৃতভাবেই আমার বিরুদ্ধে অবিরাম মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে চলেছেন।’

তিনি বলেন, ‘পিংকি আক্তারকে আমি নির্যাতন কিংবা কোনো ধরনের বকাঝকা করিনি। একটি গ্যাং তাকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমার ব্যক্তিগত অনেক স্পর্শকাতর তথ্য প্রচার করছে। এতে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

একপর্যায়ে পরীমনি আদালতকে বলেন, ‘মাননীয় আদালত, এমনভাবে আমার বিরুদ্ধে প্রচার করে যাচ্ছে, আমি আর এটি নিতে পারছি না। আমি বিচার চাই।’

আদালত অভিনেত্রীর জবানবন্দী শুনে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে যা আছে

মামলায় পরীমনি উল্লেখ করেছেন, একটি সংস্থার মাধ্যমে গত ৫ মার্চ পিংকি আক্তার নামের এক গৃহকর্মীকে নিয়োগ দেন তিনি। গত ২৭ মার্চ তাকে ২০ হাজার টাকা বেতন দেন। পিংকি আক্তার গত ২ এপ্রিল তার বাসা থেকে চলে যান। এরপর তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার করে আসছেন। পিংকি আক্তারের এমন বক্তব্যের কারণে অন্যরাও সেটি ফলাও করে প্রচার করছে।

মামলায় পরীমনি দাবি করেছেন, পিংকি আক্তারসহ অন্যরা পরস্পর যোগসাজশে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভুয়া ভিডিও প্রচার করেছেন।

অভিনেত্রী তার বিরুদ্ধে বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদগুলোর একটি তালিকা মামলায় উল্লেখ করেছেন। এছাড়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত ভিডিওর লিংকও উল্লেখ করেছেন।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা