বিজ্ঞাপন-ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রে মিষ্টির ব্যস্ততা

বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। তবে নতুন বছরটা তিনি শুরু করেছেন ভিন্ন ভাবে৷ বিজ্ঞাপন, ওয়েব ফিল্ম, চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ততা তার।
অভিনয়ের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন স্টেজ শো করেও তার সময় কাটছে। সম্প্রতি সিঙ্গাপুরে একটি স্টেজ শো করে এসেছেন। যেখানে তার সাথে আরও ছিলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মনির খান, লুইপা, ওপার বাংলার দর্শকশিল্পী আকাশ সেন।
কাজের ব্যস্ততা নিয়ে মিষ্টি জান্নাত বলেন, সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ করেছি। যেটি প্রায় শেষের দিকে৷ পাশাপাশি সিঙ্গাপুরে স্টেজ শো করে আসলাম। আগামী মাসে লন্ডনে আরও একটি শো আছে। বিজ্ঞানের কথাও চলছে একটি৷ পাশাপাশি নতুন একটি সিনেমার কাজ খুব তারাতারি শুরু করতে যাচ্ছি।
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএম)

মন্তব্য করুন