ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা `অস্বস্তিকর’: সংস্কৃতি উপদেষ্টা

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনা `অস্বস্তিকর’ মন্তব্য করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, ‘ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি, জানি। তিনি যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি সরকার করেনি।’ পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে সত্য উদঘাটন করবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে এসব কথা বলেন উপদেষ্টা ফারুকী।
তিনি আরও বলেন, ‘এখন আমরা স্বাধীনতা পেয়েছি। মামলা করার স্বাধীনতাও আছে। সেই স্বাধীনতাকে কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং যেটা সত্য সেটার পক্ষে থাকবে।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
ওই মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে অভিনেতা ইরেশ যাকেরের নামও অর্ন্তভূক্ত করা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নানান আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।
(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এমআর)

মন্তব্য করুন