মুক্তি পেল বর্ণালী সরকারের 'তুমি দূর আকাশের তাঁরা'

এ সময়ের তরুণ কণ্ঠশিল্পী বর্ণালী সরকার। প্রজাপতী মিউজিক অ্যান্ড মিডিয়া ইউটিউব চ্যানেলে বর্নালী সরকার নতুন মৌলিক গান প্রকাশ পেল ‘তুমি দূর আকাশের তাঁরা’।
গানটি লিখেছেন এফ আই অনন্ত, সুরকার বর্ণালী সরকার, সঙ্গীত আয়োজনে সালমান শেখ।
গানটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এরশাদ রোহান।
এ প্রসঙ্গে বর্ণালী সরকার বলেন, রোমান্টিক ঘরোনা গানটি কথাগুলো চমৎকার। এফ আই অনন্ত ভাইয়ের লেখার মধ্যে একটা দরদ আছে সঙ্গীত আয়োজন করেছেন তরুণ মিউজিক ডিরেক্টর সালমান শেখ। গানটি মুক্তি পেয়েছে আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।নির্মাতা এরশাদ রোহান বলেন, কন্ঠশিল্পী বর্ণালী সরকার এর গান ও গায়কী দারুণ হয়েছে। কথার সঙ্গে মিল রেখে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে এর দৃশ্যধারণ হয়েছে। আশা রাখছি, সবার গান- মিউজিক ভিডিও ভালো লাগবে।
(ঢাকা টাইমস/২৬এপ্রিল/এলএম/এসএ)

মন্তব্য করুন