ঘুম থেকে উঠে দেখি সারাদেশে ভাইরাল: সমু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৫, ২১:৫৬
অ- অ+

ঘুম ভেঙে চারপাশে হঠাৎই হুলস্থুল পরিবেশ! বুঝতেই পারছিলেন না কী হচ্ছে। রাস্তার পাশে গামছা প্যাঁচিয়ে একটু বিশ্রাম নিয়েছিলেন, আর এতেই পুরো দেশজুড়ে ভাইরাল হয়ে গেলেন নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। সামাজিক মাধ্যমে ঝড় ওঠে তার একটি ছবি ঘিরে।

পরিণতিতে থানায় পর্যন্ত যেতে হয় তাকে। ঘটনা শুনে চমকে উঠেছেন অনেকেই, আবার অনেকে আবেগে ভেসেছেন প্রিয় অভিনেতাকে নিয়ে।

অভিনেতা সমু চৌধুরী নিজের মতো করে জীবন উপভোগ করে যাচ্ছেন। মন যখন যেখানে চায় সেখানেই চলে যান তিনি। পরিচিত, অপরিচিতদের সঙ্গে জমিয়ে দেন আড্ডা। এতেই শান্তি পান শক্তিমান এই অভিনতো। আজ দুপুরে তার একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে, রাস্তার ধারে একটি বটগাছের নিচে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন তিনি। যেই ছবি সেখানকার কোনো একজন মোবাইল ফোনে ধারণ করে সামাজিকমাধ্যমে ছেড়ে দেয়। এরপরের ঘটনার জন্য এই অভিনেতাকে থানা পর্যন্ত নিয়ে যায়।

এসব নিয়ে সমু চৌধুরী বলেন, ‘আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেওয়ার পর, আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। তাই আমি গামছা পড়ে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশ ভাইরাল। পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকা পাঠাবে। পরে কথা বললাম। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে।’

এসময় এত অল্প সময়ে সবাই যেভাবে তার প্রতি ভালোবাসা দেখিয়েছে, খোঁজ নিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১২জুন/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার 
স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার : আমিনুল হক
ডেকে এনে কাজ করানো হলেও পারিশ্রমিক দেওয়া হয়নি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা