যুদ্ধ থামাতে খামেনিকে সরাতে বললেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ১০:১৬| আপডেট : ১৭ জুন ২০২৫, ১০:২০
অ- অ+

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন যে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে 'সরিয়ে দেওয়াই' চলমান যুদ্ধের 'সবচেয়ে সহজ' উপায়। খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ভেটোর প্রতিক্রিয়ায় সোমবার এই মন্তব্য করেন তিনি।

রয়টার্সের খবরে ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে জানানো হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার পক্ষে নন।

একজন কর্মকর্তা ট্রাম্পের প্রতিক্রিয়া তুলে ধরে রয়টার্সকে জানান, ট্রাম্প বলেছেন, "ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? করেনি। যতক্ষণ না তারা এটা করছে, ততক্ষণ আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণের কথা ভাবছিও না।"

নেতানিয়াহুর কাছে ট্রাম্পের এমন মনোভাবের কারণ জানতে চাইলে এবিসি নিউজকে তিনি বলেন, "এটি সংঘাত (খামেনিকে হত্যা) বাড়াবে না, বরং এই সংঘাত শেষ করবে।"

তিনি আরও দাবি করেন, "ইরানই চায়, যুদ্ধ চিরস্থায়ী হোক। তারাই আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।"

গত শুক্রবার ভোরে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ও প্রধান পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে 'আচমকা' অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে দুই পক্ষের মধ্যে আকাশপথে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সোমবার চার দিনের মাথায় এসে ইসরায়েল দাবি করেছে, ইরানের আকাশপথ এখন তাদের নিয়ন্ত্রণে এবং আগামী দিনে হামলা আরও জোরদার করা হবে।

(ঢাকাটাইমস/১৭জুন/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা