অবিলম্বে তেহরান খালি করতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ১০:০৯| আপডেট : ১৭ জুন ২০২৫, ১১:৩৮
অ- অ+

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এমন প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের উদ্দেশে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ জুন) সিএনএনের লাইভ প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্টে তেহরানের সাধারণ নাগরিকদের দ্রুত শহরটি ত্যাগের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প বলেছেন, “সবার অতিসত্বর তেহরান ছেড়ে যাওয়া উচিত।” তবে তিনি কেন এই সতর্কতা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তিনি আরও বলেন, “ইরানকে যে চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়েছিল, তা করলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এটা এক বিশাল লজ্জা এবং অপ্রয়োজনীয় প্রাণহানির কারণ হয়েছে। আমি বহুবার বলেছি—ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।”

ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের বিস্তার নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যদিও ইরানি প্রেসিডেন্ট ইতোমধ্যেই জানিয়েছেন, তেহরান যুদ্ধের বিস্তার চায় না, তবে ইসরায়েলের আক্রমণের জবাব অবশ্যই দেবে।

এর আগে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিকভাবে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। চলমান পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষেই বহু প্রাণহানি ঘটেছে।

ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তা, সেনা কমান্ডার এবং অন্তত ১১ জন পরমাণু বিজ্ঞানী। অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলে প্রাণহানির সংখ্যা ২০ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তা খুব দ্রুত মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ অবস্থা ছড়িয়ে পড়তে পারে।

(ঢাকাটাইমস/১৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা