ফিরে গেলেন হামজা-সামিত, আবারও ছুটিতে কাবরেরা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ১৪:৪৮| আপডেট : ১১ জুন ২০২৫, ১৫:০১
অ- অ+

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচ শেষে আজ দেশে ফিরে গেছেন হামজা চৌধুরী ও সামিত সোম। ম্যাচ শেষ হওয়ার পরদিনই ছুটিতে গেছেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।

আজ বুধবার (১১ জুন) ভোরে হামজা ইংল্যান্ড ও সামিত কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভোর ছয়টায় তাদের ফ্লাইট ছিল। ভোর চারটায় হোটেল থেকে তারা রওনা হন।এরপরই স্পেনের উদ্দেশ্যে রওনা দেন কোচ কাবরেরাও।

গুরুত্বপূর্ণ ম্যাচের পরদিনই কোচের ছুটিতে চলে যাওয়া কাবরেরার জন্য নতুন কিছু নয়। এর আগেও শিলং থেকে ফেরার পরদিনই তিনি ঢাকা ছেড়েছিলেন। গত আড়াই মাসে তিনি ঢাকায় ছিলেন মাত্র তিন সপ্তাহ। এমনকি এপ্রিল ও মে মাসে ঘরোয়া ফুটবলের মৌসুম চলাকালেও তিনি অবস্থান করছিলেন স্পেনে।

৩০ মে ক্যাম্প শুরু হওয়ার মাত্র ১ সপ্তাহ আগে তিনি ঢাকায় আসেন। অনলাইনে খেলা দেখে এবং সহকারী কোচদের কাছ থেকে তথ্য নিয়ে তিনি দল নির্বাচন করেন।

গুরুত্বপূর্ণ ম্যাচের পর প্রয়োজন হয় পারফরম্যান্সের পর্যালোচনা, হারের ব্যাখ্যা এবং ফেডারেশনের সঙ্গে আলোচনার। তবে কাবরেরা সাধারণত এমন কিছু করেন না।

হামজা ও সামিত ঢাকা ত্যাগ করলেও ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল এখনো বাংলাদেশে রয়েছেন। তার অবস্থান সম্পর্কে ম্যানেজার আমের খান বলেন, ‘ফাহমিদুল তার পরিবারের সঙ্গে দেশে সময় কাটাবেন। তিনি ইতালির উদ্দেশে রওনা হননি। কোচ হ্যাভিয়ের আজ সকালে রওনা হয়েছে। অন্য কোচিং স্টাফরাও ফিরে যাবে আজকের মধ্যেই।’

মঙ্গলবারের ম্যাচ খেলে রাত সাড়ে দশটার পর হোটেলে ফেরেন ফুটবলাররা। জাতীয় দলের ম্যাচ শেষ হওয়ার পরই মূলত ক্যাম্প শেষ হয়। মঙ্গলবার রাতে অনেক খেলোয়াড় বাসা-বাড়িতে গেছেন। আবার অনেকে মঙ্গলবার রাতে বিশ্রাম নিয়ে আজ বুধবার (১১ জুন) রওনা হবেন।

(ঢাকাটাইমস/১১জুন/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা