নাসির উদ্দীন পিন্টুর ১০ম শাহাদাত বার্ষিকী শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৫, ২১:৩২
অ- অ+

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার (৩ মে)।

স্বৈরাচারী আওয়ামী সরকারের সময় বিডিআর হত্যাকাণ্ড মামলায় কারান্তরীণ থাকা অবস্থায় মারা যান পিন্টু। পরবর্তীতে বিএনপি এবং তার পরিবার থেকে অভিযোগ করা হয় হাসিনার প্রতিহিংসার রোষানলে পড়ে কারাগারে নির্যাতনে শহীদ হন তিনি।

অভিযোগ রয়েছে, চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা থাকার পরও তাকে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরতে হয়েছে কারান্তরালে।

পিন্টুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও বাদ জোহর আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করবেন মহানগর বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সকল পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচি সমূহে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০২মে/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার দফা দাবি বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ, নেতাকর্মীদের ঢল
সিন্ধু নদীতে বাঁধ দিলে ভারতের ওপর আক্রমণ, হুঁশিয়ারি পাকিস্তানের
মদ্যপান লিভারের ক্ষতি করে, বিশ্বে প্রতিবছর মারা যায় ৩০ লাখ মানুষ
ক্রিকেট মাঠে ব্যস্ত শোবিজ তারকারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা