শ্রমিক দলের মোহাম্মদপুর এবং ভাটারা থানার সাংগঠনিক কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত শ্রমিক জনতার সমাবেশ ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিদ্ধান্ত পালন না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানা এবং ভাটারা থানা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব কামরুল জামানের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস (মহান মে দিবস) উপলক্ষে শ্রমিক দল কর্তৃক আয়োজিত শ্রমিক জনতার সমাবেশ (নয়া পল্টন বিএনপি কার্যালয়ের সামনে) ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিদ্ধান্ত পালন না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মোহাম্মদপুর থানা এবং ভাটারা থানা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত দুই থানার আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম করতে পারবে না।’
(ঢাকাটাইমস/০২মে/জেবি/এমআর)

মন্তব্য করুন