ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৫, ২১:১৭| আপডেট : ০৩ মে ২০২৫, ২২:৪১
অ- অ+

প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। ঢাকায় এসে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় উঠলেও জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাসায় অবস্থান করবেন।

খালেদা জিয়ার জন্য সরকারি ও দলীয় নিরাপত্তা প্রটোকল থাকলেও জুবাইদা রহমানের নিরাপত্তা কে দেবে?

জানা গেছে, পুলিশ জুবাইদা রহমানকে নিরাপত্তা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তবে তাকে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে, তা নিয়ে রবিবার সভায় বসছেন ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে তার বাসা পরিদর্শনে যাবে পুলিশের একটি দল।

জিয়া পরিবারের এই সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৩০ এপ্রিল পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠিতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়।

চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে- একজন সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশ পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন।

জোবাইদা রহমানের নিরাপত্তার বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে পুলিশ? এ ব্যাপারে জানতে শনিবার বিকালে ঢাকাটাইমস যোগাযোগ করে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলমের সঙ্গে।

ডিসি মাসুদ আলম বলেন, ‘জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার আমাদের একটি মিটিং রয়েছে। এ মিটিংয়ের মাধ্যমে নিশ্চিত হব, কীভাবে নিরাপত্তা দেওয়া হবে।’

এদিকে ডিএমপির একটি সূত্র ঢাকাটাইমসকে জানায়, রবিবার মিটিংয়ের পাশাপাশি পুলিশের একটি দল জোবাইদা রহমানের ধানমন্ডির বাসা পরিদর্শন করবে। এরপর নিরাপত্তার ধরন নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ৩০ এপ্রিল আইজিপিকে দেওযা বিএনপির চিঠিতে বলা হয়, ‘জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী ৪ মে দেশের উদ্দেশে রওনা দেবেন। ডা. জোবাইদা রহমান তার সফরসঙ্গী হিসাবে দেশে আসবেন এবং ধানমন্ডিস্থ তার পিতার বাসায় অবস্থান করবেন। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসাবে জোবাইদা রহমানের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

ওই চিঠিতে একজন সশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেকশন, বাসায় পুলিশ পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন করতে অনুরোধ করা হয়।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসার পর ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। সেখানে থেকেই চিকিৎসা নেন তিনি।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন ভালো আছে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ মে) খালেদা জিয়া বাংলাদেশ বিমানে দেশে ফিরবেন বলে কদিন ধরে আলোচিত হচ্ছিল। বিমানের ওই ফ্লাইটটির শিডিউল ছিল লন্ডন-সিলেট-ঢাকা। বিমান কর্তৃপক্ষ শিডিউলটি লন্ডন-ঢাকা-সিলেট করতে চাইলেও যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে রাজি হননি খালেদা জিয়া। তিনি সিলেট হয়েই ঢাকায় আসবেন বলে জানান।

তবে সর্বশেষ আজ জানা গেল খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন। সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সোমবার কখন তিনি ঢাকায় অবতরণ করবেন সেটি এখনো নিশ্চিত হয়নি।

এদিকে জানা গেছে, বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে আনার জন্য টয়োটা ক্রাউন ব্রান্ডের কালো রঙের একটি গাড়ি এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে। দেশে ফিরে সাবেক প্রধানমন্ত্রী এই নতুন গাড়িতে চড়বেন।

পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। এরশাদের সরকারের আমলে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের চাচা।

১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। এর আগে আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রাহমানের সঙ্গে তার বিয়ে হয়। ২০০৮ সালে তারেক রহমানে সঙ্গে তিনি লন্ডন চলে যান। তিনি লন্ডনে সর্বোচ্চ নম্বর পেয়ে এমসএসএস করেন। এই কৃতিত্বের জন্য লাভ করেন স্বর্ণপদক। বর্তমানে লন্ডনেই অবস্থান করছেন তিনি।

(ঢাকাটাইমস/৩মে/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা