জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১০:১০| আপডেট : ০৪ মে ২০২৫, ১২:৩০
অ- অ+

‘তীর’ শিরোনামে ইউটিউবে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী জেফারের একটি মিউজিক ভিডিও। নিজের গানে আবারও হাজির চিরচেনা জেফার। গানের সঙ্গে যিনি হয়ে উঠেছেন একজন পারফরমার। জেফারের মতে, ভয়কে জয়ের মন্ত্রে তিনি এই গান লিখেছেন। তবে তার সঙ্গে আদিব কবিরও আছেন গানের কথা রচনায়। সুর করেছেন জেফার নিজেই।

‘তীর’ শিরোনামের গানটির সংগীতায়োজক আদিব কবির। দেখো স্টুডিওর ব্যানারে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পার্থ শেখ।

এরই মধ্যে ইউটিউবে গানটি দেখে ফেলেছে দেড় লক্ষাধিক মানুষ।

ইউটিউব কমেন্টে গানের ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের মন্তব্যই করছেন শ্রোতা-ভক্তরা।

মন্তব্যে একজন লিখেছেন, ‘লিরিক্স আমার মাথার ওপর দিয়া গেলো। কিন্তু আপনার নাচ এবং এক্সপ্রেশনের জন্য পুরোটা গান ৩/৪ বার দেখলাম।’

আরেকজন মন্তব্য করেছেন, গানের কথাগুলো খুব একটা অর্থ তৈরি করেনি। তবে আপনার কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব অসাধারণ। কিন্তু গানের কথাগুলো সত্যিই হতাশ করেছে।’

অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘প্রথমত আপনারা হলিউড-বলিউডকে নকল করা কবে বন্ধ করবেন? দ্বিতীয়ত, এরকম লুকে আপনাকে একদমই ভালো লাগছে না। কিন্তু হ্যাঁ, আপনি ভালো গান।’

একজন লিখেছেন, ‘জোশ একটা গান। জেফারকে মারাত্মক সুন্দর লাগতেছে শাড়িতে। জেফারকে ধন্যবাদ।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘ফালতু লিরিক্স।’ এক শ্রোতা মন্তব্য করেছেন, ‘আপনি বেটার অভিনয়ে মনোযোগ দেন, ওটাই বেশি ভালো হয় আপনার।’

তবে যে যাই বলুক না কেন, জেফার কিন্তু গেয়ে যান নিজের মতোই। তিনি বলেন, “বাংলা গানে আরও নতুন মাত্রা যোগ করা যায় কিনা, সে ভাবনা থেকে ২০২১ সালে ‘তীর’-এর পরিকল্পনা। দীর্ঘদিন কথা, সুর, সংগীতের অনেক কাটাছেঁড়া শেষে তৈরি হয় গানটি। ২০২৪ সালে গানের শুরু হয় এর ভিডিও নির্মাণ। এককথায়, ‘তীর’ দীর্ঘদিনের এক নিরীক্ষার ফসল। যেখানে শ্রোতা আমাকে নতুন রূপে আবিষ্কারের সুযোগ পাবেন।”

(ঢাকাটাইমস/৪ মে /আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
নিখোঁজের ৩ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা