সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১৩:১৯| আপডেট : ০৪ মে ২০২৫, ১৪:৩১
অ- অ+

সাভারে শুক্কুর সিকদার (৩৪) নামে এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রবিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শুক্কুর সিকদার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর সিকদার পাড়া এলাকার গিয়াস উদ্দিন গেদুর ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে বিরুলিয়ার সামাইর এলাকায় সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখ ও গলাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, বিরুলিয়ায় রং মিস্ত্রিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারক সিকদার লিটন একদিনের রিমান্ডে
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা