সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড় ঘণ্টা রেলপথ অবরোধ 

নোয়াখালী প্রতিনিধি
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১০:১৬| আপডেট : ০৪ মে ২০২৫, ১২:৩৬
অ- অ+

ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী। এ সময় তারা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে ১০ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা।

রবিবার ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত মাইজদী রেলস্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে রেললাইনে অবস্থান নেয় স্থানীয় জনতা। উপকূল ট্রেনটি অবরুদ্ধ রাখায় সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে অবরোধ তুলে নিলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

অবরোধকারীরা জানান, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও এখনো তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে। এর ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করার আরও সুযোগ পাচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।”

অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা বহুদিন ধরে এই ট্রেনটির অপেক্ষায় আছি। অথচ অজানা কারণে ট্রেনটি চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ১০ দিনের মধ্যে কোনো আশ্বাস না পেলে আরও কঠোর আন্দোলন করা হবে।

অবরুদ্ধ ট্রেনে থাকা যাত্রীরা বলেন, সাময়িক ভোগান্তি হলেও আমরা এ দাবির পক্ষে একমত। দ্রুত নতুন ট্রেনটি এ রুটে চালু করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

মাইজদী কোর্ট স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। দেড় ঘণ্টা অবরোধের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে সাড়ে ৭টার পর সেটি ছেড়ে গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।”

(ঢাকাটাইমস/০৪মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
নিখোঁজের ৩ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা