নিখোঁজের ৩ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিনদিন পর আখখেত থেকে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চর ভাটপাড়া গ্রামের আজিবর মেম্বারের আখখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম তুহিন শেখ (১৩)। সে উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মো. আরব আলী শেখের ছেলে। তুহিন নির্মাণশ্রমিকের সহযোগী হিসেবে কাজ করতো।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সকালে ভাটপাড়া গ্রামের শহিদ মোল্যার বাড়িতে কাজ করতে বের হয় তুহিন। সন্ধ্যায় বাড়ি না ফিরলে খোঁজ নিয়ে জানতে পারে ১ মে শ্রমিক দিবস উপলক্ষে কাজ বন্ধ ছিল। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। নিখোঁজের পর থেকেই আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি অব্যাহত রাখে তারা। গ্রামের একজন জানায় বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে ফেরার পথে তুহিনকে গ্রামটির আজিবর মেম্বারের আখখেতের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সন্দেহের বশবর্তী হয়ে নিহতের বাবা আরব আলী শেখ শনিবার সন্ধ্যার দিকে আখখেতে খুঁজতে যান। খেতের পাশে গেলেই উৎকট গন্ধ পেয়ে খেতের মধ্যে খোঁজাখুঁজির এক পর্যায়ে খেতের আলে একটি ছোট্ট জিকা গাছের কাছে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া মরদেহটি দেখতে পান। এ সময় তার চিৎকারে এলাকার লোক এসে পুলিশকে খবর দেয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, রাত ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তিন দিন আগে ছেলেটা নিখোঁজ হলেও পরিবার কোনো অভিযোগ দেয়নি। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
(ঢাকা টাইমস/০৪ মে/এসএ)

মন্তব্য করুন