মেট্রোরেল ১২০ জনকে নিয়োগ দেবে

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ০৯:৪৬| আপডেট : ০৪ মে ২০২৫, ১২:২৫
অ- অ+

মেট্রোরেল সম্প্রতি ২০২৫ সালের জন্য একটি বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেট্রোরেল প্রকল্পের সম্প্রসারণ ও চলমান কার্যক্রমের জন্য ২৪ ক্যাটাগরির পদে মোট ১২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি উত্তম সুযোগ যারা সরকারি খাতে চাকরি করতে আগ্রহী। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল)

পদসংখ্যা: ২

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৫০,৬০০ টাকা

৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা

পদসংখ্যা: ৩

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

৬. পদের নাম: অর্থ কর্মকর্তা

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

৭. পদের নাম: জুনিয়র রাজস্ব কর্মকর্তা

পদসংখ্যা: ২

বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা

৮. পদের নাম: অর্থ সহকারী

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

৯. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ৫

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১০. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)

পদসংখ্যা: ৬

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১১. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১২. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৩. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৪. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৫. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৬. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৭. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৮. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ৩৬,৮০০ টাকা

১৯. পদের নাম: জুনিয়র মার্কেটিং অফিসার

পদসংখ্যা: ২

বেতন: মূল বেতন ২৫,৯৯০ টাকা

২০. পদের নাম: পেশ ইমাম

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২৩,৪৬০ টাকা

২১. পদের নাম: মোয়াজ্জিন

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

২২. পদের নাম: সেমি স্কিলড মেইনটেইনার

পদসংখ্যা: ৮০

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

২৩. পদের নাম: সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক)

পদসংখ্যা: ৪

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

২৪. পদের নাম: সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি)

পদসংখ্যা: ১

বেতন: মূল বেতন ২১,৩৯০ টাকা

আবেদন করার নিয়ম

বিজ্ঞপ্তির পিডিএফ দেখা এবং আবেদনঃ http://dmtcl.teletalk.com.bd/ -এই ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে।

আবেদন ফি পদভেদে ২২৩/-, ১৬৮/-, ১১২/- টেলিটক প্রি-পেইড সীমের এর মাধ্যমে প্রদান করতে হবে আবেদনের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রার্থীর বয়সসীমা ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ইমাম পদে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

সরকারি নিয়ম অনুযায়ী কোটা সুবিধা প্রযোজ্য।

অসম্পূর্ণ বা ভুল কোনো তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেনা।

প্রয়োজনীয় ডকুমেন্টস

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ

ছবি (৩০০*৩০০ পিক্সেল সাইজ)

স্বাক্ষর (৩০০*৮০ পিক্সেল সাইজ)

অভিজ্ঞতার সনদ (যদি প্রযোজ্য হয়) ইত্যাদি

আবেদনের শেষ সময়

৪ জুন, ২০২৫।

(ঢাকাটাইমস/৪ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাভারে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার
তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, আদালতকে জানাল রাষ্ট্রপক্ষ
নিখোঁজের ৩ দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা