উত্তরায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১২:৩৬| আপডেট : ০৪ মে ২০২৫, ১৩:৪৫
অ- অ+

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাজিউর রহমান হৃদয় (২৯), মো. রাব্বি (২৫) ও মো. মোস্তাকিম (২৫)।

শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের লাবলীন রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার সকালে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই (নিরস্ত্র) মো. জিন্নাতুল ইসলাম তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/৪মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারক সিকদার লিটন একদিনের রিমান্ডে
প্লট দুর্নীতি: শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে তামিল প্রতিবেদন ১৮ মে
শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ১০ জনকে বাংলাদেশে পুশ ইন বিএসএফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা