হাতিরঝিলে পেশাদার মাদক কারবারিসহ ১১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৫, ১২:৪০
অ- অ+

রাজধানীর হাতিরঝিল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি ও চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন- মো. রাকিবুল হাসান শান্ত (২৮), মোছা. খাদিজা বেগম, মো. শামীম (২৫), জুবায়ের হাসান (২২), মো. ইমরুল খান (২৩), সোহেল রানা (৩০), কামরুল ইসলাম (৪০), সোহেল রানা (৩০), রবিউল হাসান (২২), মো. মোস্তাকিম (২১) ও মো. শাহীন (৩৫)।

শনিবার সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা, এক হাজার ৮৪০ টাকা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চোর, পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/৩মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা