মাদক সেবনের টাকা না দেওয়ায় প্রবাসীকে হত্যা: দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৫, ১১:৩২| আপডেট : ০২ মে ২০২৫, ১২:৩২
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মালয়েশিয়া প্রবাসী আল-আমিন (২৮) হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মাদক সেবনের জন্য দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামি দুজন হলেন- মামলার প্রধান আসামি আব্দুস সালাম ঠান্ডু ও মো. জুয়েল রানা (৪০)।

বৃহস্পতিবার র‍্যাব-১২ এর সহযোগিতায় র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা পাবনা থেকে তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার সকালে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী ঢাকা টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৫ এপ্রিল সকালে আল-আমিনকে বিয়ের উদ্দেশ্যে কনে দেখানোর কথা বলে বাইরে নিয়ে যাওয়া হয়। ফেরার পথে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার রাখালগাছি এলাকায় পৌঁছালে মূল অভিযুক্ত মো. আব্দুস সালাম ঠান্ডু (৩৫) ও তার সহযোগীরা আল-আমিনের কাছ থেকে মাদক সেবনের টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা ভিকটিমকে মারাত্মকভাবে আঘাত করেন ও ঘাড় মটকে হত্যা করে নদীতে ফেলে দেন।

পরে ভিকটিমের মামা লিটন কাজী ও পুলিশের একটি দল নদীতে ভাসমান অবস্থায় আল-আমিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাদী হয়ে লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে গতকাল র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও র‍্যাব-১২ এর যৌথ অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী ও সাঁথিয়া থানা এলাকা থেকে এজাহারনামীয় আসামি আব্দুস সালাম ঠান্ডু ও অপর আসামি মো. জুয়েল রানাকে (৪০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/২মে/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা