আন্তঃজেলা বাসে ডিএনসির অভিযান, সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৪৫| আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৫৪
অ- অ+

রাজধানীর রামপুরায় একটি আন্তঃজেলা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার আসামিরা হলেন- শাহিন (৩১) ও সঞ্জিত রাজবংশী (৩৫)।

মঙ্গলবার পূর্ব রামপুরা মোল্লা টাওয়ারের সামনে রাস্তার ওপর আব্দুল্লাপুরগামী শ্যামলী পরিবহনের বিজনেস ক্ল্যাসিক নামের বাসটি থেকে এসব মাদক উদ্ধার করে ডিএনসি।

বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো. কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম এসব তথ্য নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও পরিদর্শক আব্দুলাহ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস টিম গতকাল রামপুরা মোল্লা টাওয়ারের সামনে অভিযান চালায়। অভিযানে আব্দুল্লাপুরগামী শ্যামলী পরিবহনের বিজনেস ক্ল্যাসিক নামের যাত্রীবাহী (ঢাকা মেট্রো-ব-১৪-৩৯৬৮) তল্লাশি করে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি কর্মকর্তা শামীম আহমেদ জানান, কক্সবাজার থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আন্তঃজেলা বাসের পরিবহণ শ্রমিকদের একটি অংশ মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েছে, যার মাধ্যমে মাদকের বিস্তার ঘটছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা