ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, ১৮:২২
অ- অ+
ছবি: সংগৃহীত।

গোয়েন্দা তথ্যের বরাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার মঙ্গলবার রাতে সতর্ক করেছিলেন, ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সামরিক হামলা চালাতে পারে। এই সতর্কতার রাতেই নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে দেখা মিলল ভারতের চার যুদ্ধবিমানের। তবে পাকিস্তান বিমানবাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে যায় বিমানগুলো।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ঘটনা ঘটে বলে নিশ্চিত করে পাক বিমান বাহিনী।

খবর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তান বিমান বাহিনীর বরাত দিয়ে ডন দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলা হয়, মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান শনাক্ত করে তারা। এরপর তাদের সমন্বিত প্রতিক্রিয়ায় সেগুলো পিছু হটে যায়।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, ভারতীয় যুদ্ধবিমানগুলো ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখনই পাকিস্তানি যুদ্ধবিমান তাদের উপস্থিতি শনাক্ত করে দ্রুত প্রতিক্রিয়া জানায়।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের অভিযোগ ওই সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে। তবে পাকিস্তান তা বরাবর নাকচ করে আসছে।

ঘটনায় দুই দেশের পাল্টাপাল্টি বিভিন্ন প্রতিক্রিয়া ব্যবস্থা গ্রহণের পর মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন বাহিনী প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানে হামলার বিষয়ে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেন মোদি।

এর পরই মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার সতর্ক করে বলেন, ইসলামাবাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে, ভারত পহেলগাম হামলাকে অজুহাত করে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সামরিক হামলা চালাতে পারে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা