আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, ২১:৪২
অ- অ+

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) মঙ্গলবার এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক গালার মাধ্যমে চীনা ভাষা কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইইউবিএটি-এর শিক্ষক, শিক্ষার্থী ও শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুম- এর প্রতিনিধিরা। আইইউবিএটি-এর ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ যৌথভাবে এই প্রোগ্রামের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি-এর কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। এরপর শান্ত-মারিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুম এর বাংলাদেশ পরিচালক মোহিউদ্দিন তাহের চীনা ভাষা শিক্ষার একাডেমিক ও পেশাগত গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়, এবং নতুন চীনা ভাষা কোর্সের সংক্ষিপ্ত পরিচিতি দেন কোর্স ইনস্ট্রাক্টর শি চিয়াও। এরপর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল চীনা উইঘুর নৃত্য (ওয়াং সিয়ানঝেন), চীনা কুংফু প্রদর্শনী (শান জিনতাও), আইইউবিএটি শিক্ষার্থীদের যুগল গান ও দলীয় নৃত্য।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। তিনি বলেন, চীনা ভাষা কোর্স চালু করা আইইউবিএটির শিক্ষার্থীদের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধন্যবাদ জ্ঞাপন করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান মি. এটিএম সিরাজুল আলম।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের সামনে আয়োজিত চীনা সংস্কৃতির প্রদর্শনীতে অংশ নেন। এতে ছিল চীনা ক্যালিগ্রাফি, চা শিল্প, ও চীনে উচ্চশিক্ষার তথ্যভিত্তিক প্রদর্শনী। প্রদর্শনীটি বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল।

এই নতুন একাডেমিক উদ্যোগের মাধ্যমে আইইউবিএটি বাংলাদেশে চীন-বাংলাদেশ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করার পথে এক নতুন মাত্রা যোগ করেছে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা