আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সসহ ৩ স্থাপনার নাম পরিবর্তন করল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, ২০:৫৫| আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২১:২৩
অ- অ+

হাতিরঝিল থানাধীন মধুবাগের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সসহ আওয়ামী সরকারের সময়ে নামকরণ করা তিনটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ষ্ঠ কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা ববি।

তিনি জানান, ৬ষ্ঠ কর্পোরেশন সভায় বিগত সরকারের সময়ে নামকরণ করা তিনটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে- বনানীর শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ-কে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ, মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্স- কে মধুবাগ কমিউনিটি সেন্টার, কালশীতে হারুন মোল্লাহ ফ্লাইওভারকে কালশী ফ্লাইওভার নামকরণ করা হয়।

তিনি আরও বলেন, আগামী ১১ মে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ট্যাক্স মেলা আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা সহজেই ট্যাক্স প্রদান করতে পারবে ও বিশেষ রেয়াদ সুবিধা পাবে।

তিনি জানান, আজকের সভায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) পাঁচ শতাংশ রেয়াদ পাওয়া যাবে বাড়িতে ছাদ বাগান ও আঙিনায় বাগান করা থাকলে।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সরকারের অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা