নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, ২০:১৮
অ- অ+

অন্তর্বর্তী সরকারের গঠিত নারী সংস্কার কমিশন জাতির চিন্তা-চেতনা, তাহজিব-তমদ্দুন এবং আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেছেন জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কমিশন প্রত্যাখ্যান করলে তাদের রিপোর্টও শেষ হয়ে যায়। তবে বাধ্য করা হলে আন্দোলনের হুঁশিয়ারি করেছেন তিনি।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বিষয়ক জাতীয় সেমিনারে এ কথা বলেন তিনি।

সেমিনারে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হকসহ দেশের প্রায় সব ইসলামি দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

জামায়াত আমির বলেন, তারা (নারী কমিশন) সমাজের বিপর্যয়ের জন্য এ প্রস্তাব এনেছে। আমরা এ কমিশনই মানি না। নারীদের অধিকারের কোথাও ক্ষুণ্ণ হয়ে থাকলে, সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এদেশের বেশির ভাগ মানুষের ঈমান-আকিদা-তাহজিব-তমদ্দুনের ওপর যারা বিশ্বাস রাখেন তাদের তাদের প্রাধান্য দিয়েই কমিশন করুন। দুঃখজনকভাবে এই কমিশনে সেরকম একজন নারীকেও রাখা হয়নি। এটা পক্ষপাতদুষ্ট। আমাদের সাফ কথা- এটা মনব না। এর জন্য কোনো আন্দোলনে যেতে চাই না, তবে বাধ্য করা হলে অবশ্যই আন্দোলন করব।

নারী সংস্কার কমিশন কোরআনবিরোধী প্রতিবেদন দেয়ার দুঃসাহস কীভাবে দেখায়- এমন প্রশ্ন তুলে জামায়াতের আমির বলেন, নিশ্চয়ই এর পেছনে কেউ উস্কানি দিচ্ছে। কারণ স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে মানুষ যা আশা করেছিল, তার উল্টাটা পেয়েছে। এখন দ্বীনদার মানুষ জেগে উঠেছে, তারা একটা স্বপ্ন দেখতে শুরু করেছে। জনদৃষিট অন্য দিকে ফেরাতেই এই কমিশনের রিপোর্ট। এটা টিকবে না, ভেসে যাবে।

এই সেমিনারের প্রতি জামায়াতের পক্ষ থেকে পূর্ণ সংহতি প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ইনশাআল্লা আমরা হাতে হাত ধরে দ্বীন ও সমাজের সব কল্যাণের কাজ একসাথে করব। আমরা এই বার্তা দেব যে, আমাদের ভাগ করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবা না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এই উত্থান ঠেকানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা দেশকে অশান্ত করতে চায়, যারা দেশকে নাস্তিক বানাতে চায় তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না- এটাই হলো আজকের সেমিনারের মেসেজ।

নারী সংস্কার কমিশন প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, বিগত ৫৩ বছরে নাস্তিকরা হীন চক্রান্ত করেও তা বাস্তবায়ন হয়নি। আজকে অন্তবর্তী সরকারের সময়ে এই হীন চিন্তা বাস্তবায়ন হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক বলেন, নারী সংস্কার কমিশন পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়নের মোক্ষম সময় হিসেবে বেছে নিয়ে এই প্রস্তাব দিয়েছেন। এটা বাস্তবায়ন করতে হলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরারের পরিচালনায় সেমিনারে আরো বক্তব্য দেন এবি পার্টর সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা