সিরিজ হার এড়ানোর লড়াই, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৯
অ- অ+

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

এর আগে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে তিন উইকেটের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে এই টেস্টে সিরিজ হার এড়ানোই মূল লক্ষ্য নাজমুল ইসলাম শান্তদের। সেটি করতে না পারলে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে তাদের।

প্রথম টেস্টের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার এনামুল হক, অফ স্পিনার নাইম হাসান ও পেসার তানজিম হাসান। এরমধ্যে অভিষেক হচ্ছে তানজিমের।

জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন হয়েছে দুটি। ভিক্টর নিয়ুচি ও নিয়াশা মায়াভোর জায়গায় একাদশে সুযোগ হয়েছে উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসার। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাসেকেসার।

এখন পর্যন্ত ১৯টি টেস্টে একে-অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে সমান ৮টি করে ম্যাচ জিতেছে দুই দল। বাকি তিন টেস্ট ড্র হয়। আজ তাই এগিয়ে যাওয়ার লড়াই দুই দলের। তার আগে চলুন দেখে নিই কোন দলে কে কে খেলছেন।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস ওয়েলচ, সিন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, টাফাডজোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসার।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা