প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

আগামীকাল বৃহস্পতিবার সকালে প্রবাসী স্বামীকে বিদায় জানানোর জন্য বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়। তবে স্বামীকে বিদায় জানানোর আগেদিনই বজ্রপাতে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের প্রবাসী আল-আমিন মিয়ার স্ত্রী সানজিদা আক্তার (২২) ।
বুধবার বিকালে বাড়ির পুকুরপাড়ে ধানের খড় আনতে গিয়ে বজ্রপাতের আঘাতে লুটিয়ে পড়েন সানজিদা। পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহতের স্বামী আল-আমিন ৬ মাসের ছুটি কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে দুবাই ফিরে যাওয়ার প্রস্তুতি চলছিল বাড়িতে। এ উপলক্ষে তাদের বাড়িতে অনেক আত্মীয়স্বজনও এসেছিলেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বজ্রপাতে সানজিদা আক্তার নামে একজন গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমআর)

মন্তব্য করুন