বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৫, ১৪:০৩| আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৩৪
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে সিলগালা করে দিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

মঙ্গলবার বোয়ালমারী পৌর বাস টার্মিনাল সংলগ্ন কামারগ্রামে অবস্থিত ‘মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে’ বিএসটিআইয়ের ফরিদপুর জেলার একটি সার্ভিল্যান্স স্কোয়াড এ অভিযান চালায়।

জানা যায়, ফরিদপুর বিএসটিআই টিম নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বোয়ালমারীর দুটি ফিলিং স্টেশনে অভিযান চালায়। মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে স্বাধীন ফিলিং স্টেশনে জ্বালানি তেল পেট্রল, ডিজেল ও অকটেন পরিমাপে কম দেওয়ার প্রমাণ পায় আভিযানিক দল।

এসময় ফিলিং স্টেশনটিকে সিলগালা করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন।

আভিযানিক দল সূত্রে জানা যায়, মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রলে ২২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার অকটেনে ৮০০ মিলিলিটার পরিমাপে কম পান তারা। এছাড়া ডিজেল পরিমাপেও কম পাওয়া গেছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) শশী কান্ত দাস, পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, ফিল্ড অফিসার (সিএম) এস এম সোহরাব হোসেন প্রমুখ।

অভিযানে নেতৃত্ব দানকারী বিএসটিআইয়ের ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা