বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশন সিলগালা

ফরিদপুরের বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে সিলগালা করে দিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।
মঙ্গলবার বোয়ালমারী পৌর বাস টার্মিনাল সংলগ্ন কামারগ্রামে অবস্থিত ‘মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে’ বিএসটিআইয়ের ফরিদপুর জেলার একটি সার্ভিল্যান্স স্কোয়াড এ অভিযান চালায়।
জানা যায়, ফরিদপুর বিএসটিআই টিম নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বোয়ালমারীর দুটি ফিলিং স্টেশনে অভিযান চালায়। মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে স্বাধীন ফিলিং স্টেশনে জ্বালানি তেল পেট্রল, ডিজেল ও অকটেন পরিমাপে কম দেওয়ার প্রমাণ পায় আভিযানিক দল।
এসময় ফিলিং স্টেশনটিকে সিলগালা করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন।
আভিযানিক দল সূত্রে জানা যায়, মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রলে ২২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার অকটেনে ৮০০ মিলিলিটার পরিমাপে কম পান তারা। এছাড়া ডিজেল পরিমাপেও কম পাওয়া গেছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) শশী কান্ত দাস, পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, ফিল্ড অফিসার (সিএম) এস এম সোহরাব হোসেন প্রমুখ।
অভিযানে নেতৃত্ব দানকারী বিএসটিআইয়ের ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এজে)

মন্তব্য করুন