সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেপ্তার, আছে গুরুতর অভিযোগ

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম— সিটিটিসির সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ তিনি রাঙ্গামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশালাইজড ট্রেনিং স্কুলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার রাঙ্গামাটি থেকে ইশতিয়াককে গ্রেপ্তারের পর মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল— আইসিটিতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ইশতিয়াক আহমদ ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি এবং ভিডিও ধারণ করতেন। পরবর্তীতে সেই ভিডিও মুছে ফেলেন; যা সরাসরি স্বীকার করেছেন তিনি। তদন্ত দল ও পুলিশ তার অভিযোগের সত্যতা পাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করল।
ট্রাইব্যুনালের বরাতে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি এবং ভিডিও ধারণ করতেন ইশতিয়াক আহমদ। যা তিনি সিটিটিসির তৎকালীন প্রধানের নির্দেশে করেছেন। পরে সেই ভিডিও মুছে ফেলার নির্দেশ এলে তিনি তা পালন করেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন। ড্রোন ফুটেজ গোপন করা এবং তা মুছে ফেলা গুরুতর অপরাধ— বলছে প্রসিকিউশন।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এসএস/এমআর)

মন্তব্য করুন