বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৫, ১২:৫৬| আপডেট : ০১ মে ২০২৫, ১৩:০০
অ- অ+

চাবুক, হাই-হিল ও বুট ব্যবহার করে বিকৃত যৌনাচার ও তার ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই নারীর নাম শিখা ও জারা।

বুধবার রাতে বসুন্ধরা আবাসিকের জি ব্লক থেকে ভাটারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঝহার এসব তথ্য জানান।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিকৃত যৌনাচার চালিয়ে আসছে একটি চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী।

গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০১মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা