ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অন্তত ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। এছাড়া দাউদকান্দি এলাকার ইলিয়টগঞ্জে সড়কের দুই পাশ পুরো ব্লক রয়েছে।
বৃহস্পতিবার ভোর থেকে চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দুই দিকের ৫০ কিলোমিটার এলাকায়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। হাইওয়ে পুলিশের যে রেকার রয়েছে তা ওই কাভার্ডভ্যানের ধারণ ক্ষমতার বাইরে। পরে ফেনী থেকে রেকার এনে পড়ে যাওয়া কাভার্ডভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজট ছিল।
মহাসড়কের নিমসার থেকে দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে বুড়িচংয়ের নিমসার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। কোথায় ৫ মিনিট গাড়ি চললে আবার ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমসার বাজারে আটকে থাকা প্রাইভেটকারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় কালভার্টের ওপর আড়াআড়িভাবে কাভার্ডভ্যানটি পড়ে যায়। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢুকে যানজটের সৃষ্টি করে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেন, দুর্ঘটনার কারণেই যানজট এত ছড়িয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহনটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
(ঢাকা টাইমস/০১মে/এসএ)

মন্তব্য করুন