জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৫, ১৪:২৭
অ- অ+

কবে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া? তুমুল আগ্রহ বিএনপির নেতাকর্মী, সমর্থক ও কোটি কোটি জনতার। আলোচনা রয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ৫ মে তিনি দেশে ফিরবেন। দেশে ফেরার সময় বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি সঙ্গী হতে পারেন। তবে ঢাকা টাইমসকে একাধিক সূত্র জানিয়েছে, জুবাইদা রহমান সঙ্গী নাও হতে পারেন।

এদিকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন গাড়িতে চড়বেন। টয়োটা ক্রাউন ব্রাণ্ডের কালো রঙের গাড়িটি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।

ক্রাউন গাড়ির বৈশিষ্ট্য:

বেগম খালেদা জিয়া যে গাড়িতে চড়বেন সেটি টয়োটা ২০১৮ ক্রাউন ২.০ এস (ARS২২০, জাপান) ব্রাণ্ডের। তিনটি ইঞ্জিন বিশিষ্ট পেট্রোল ইঞ্জিনের গাড়িটির ওজন প্রায় ১৯০০ কেজি। পঞ্চদশ প্রজন্মের ক্রাউনটি ২০১৭ সালের অক্টোবরে ৪৫তম টোকিও মোটর শোতে উন্মোচিত করা হয় এবং পরের বছর বিক্রি শুরু হয়।

নিরাপত্তা এবং ড্রাইভার সহায়তা হিসেবে টয়োটা ক্রাউনে সেফটি সেন্স আছে। তাছাড়া লেন ট্রেসিং অ্যাসিস্ট, ডায়নামিক রাডার ক্রুজ কন্ট্রোল (সর্বগতির যানবাহনের কার্যকারিতা), পথচারী শনাক্তকরণসহ প্রাক-সংঘর্ষ ব্যবস্থা (রাতে সাইকেল আরোহী এমনকি পথচারীদেরও শনাক্ত করতে পারে) রয়েছে।

গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয়। টানা ১৭ দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় উঠেন। এই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলে।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, “লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ ছাড়পত্র দেওয়া হয়নি। বলা হয়েছে, তিনি দেশে যেতে পারবেন। তবে চিকিৎসার মধ্যেই থাকতে হবে।”

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ঝুঁকির কথা চিন্তা করে তার লিভার প্রতিস্থাপন করেননি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ মে দেশে ফিরতে পারেন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে। এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। বেশ কয়েক বছর পর তিনি কারামুক্ত হন।

(ঢাকাটাইমস/০১মে/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
শ্রমিকরাও চাঁদাবাজদের জুলুমের শিকার: জামায়াত আমির
রাখাইনে মানবিক করিডোর: পরিকল্পনা কার? নেপথ্যে কী?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা