শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৫, ১৪:৩৩
অ- অ+

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে নাসির উদ্দিন নামের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে সেতুর ওপর থেকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচ্চামারা এলাকায় আড়িয়াল খাঁ সেতুর ওপরে এ ঘটনা ঘটে।

ফেলে দেওয়া ১৫ বছর বয়সী নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দর খোলা ইউনিয়নের সিকদার হাট কাচারীকান্দি গ্রামের মৃত্যু আজগর হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল থেকেই বিশ্রামের কথা বলে ওই নারী তার দুই সন্তানকে নিয়ে সেতুর রেলিংয়ের ওপর বসে ছিলেন। রাতে মানুষের চলাচল কমে গেলে তার প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দেন। পরে স্থানীয়রা ওই নারীকে ধরে ফেলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আইসক্রিম বিক্রেতা নূর আলম বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানালে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান ও শিল্পীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিজিয়া বেগম ও তার মেয়েকে হেফাজতে নেয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান করছে। নিখোঁজ নাসিরের মাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

(ঢাকা টাইমস/০১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
শ্রমিকরাও চাঁদাবাজদের জুলুমের শিকার: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা