চট্টগ্রামে সহপাঠীর হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৫, ১৩:১৮| আপডেট : ০১ মে ২০২৫, ১৪:২৩
অ- অ+

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে সহপাঠীদের হাতে মো. রাহাত ইসলাম (১২) নামে এক খুদে ক্রিকেটার খুন হয়েছে।

বুধবার নগরের হামিদচরের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ রাহাতের চার সহপাঠীকে হেফাজতে নিয়েছে।

মৃত রাহাত ইসলাম সে চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরিদের পাড়ার মো. লিয়াকত আলীর ছেলে ও নগরীর চান্দগাঁও থানাধীন সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল। আগামী মৌসুমে অনূর্ধ্ব-১৪ তে খেলার জন্য তাকে বাছাই করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন। তবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) স্কুল ছুটিতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে হারিয়ে যায় রাহাত। এসময় ৪ বন্ধু মিলে শত্রুতার জেরে পূর্বের একটি ঘটনা নিয়ে তাকে মারধর করে নদীতে ফেলে দেয়। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) বলেন, স্থানীয়রা সকাল ৭টার দিকে হামিদচরে একটি লাশ দেখে খবর দেয়। পরে রাহাতের লাশটি পুলিশ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্তের জন্য জিজ্ঞাবাদে তার চার বন্ধুকে হেফাজতে নেওয়া হয়েছে।

খুনের ঘটনায় চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, চার বন্ধু মিলে এক বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।

(ঢাকা টাইমস/০১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা