রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৫, ১৪:৪৪
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু টেক্সটাইলে অ্যান্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার দুই সিকিউরিটি গার্ডসহ তিনজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন— সিকিউরিটি ইনচার্জ হান্নান, গার্ড কবির হোসেন, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।

রূপগঞ্জ থানার এসআই শেখর মল্লিক জানান, সকাল পৌনে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানায় প্রধান গেইটের পাশে কারখানার গ্যাসের কন্ট্রোল রুমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাশে থাকা সিকিউরিটি গার্ডের রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে সিকিউরিটি ইনচার্জ হান্নান, গার্ড কবির হোসেন, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম দগ্ধ হয়। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে

তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি।

এদিকে খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশনের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, কি কারণে গ্যাস বিস্ফোরণ ঘটছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কারখানার গ্যাস সিলগালা করে দেওয়া হয়েছে।

কাচপুর ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, গ্যাস বিস্ফোরণে আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিকভাবে গ্যাসের প্রেসার বেশি থাকার কারণে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(ঢাকা টাইমস/০১মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবসেও পেটের দায়ে কাজ করছেন ভৈরবের কয়লার শ্রমিকরা 
উত্তেজনা এড়াতে ভারত-পাকিস্তানকে যোগাযোগ শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের
ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
‘ইশরাকের মেয়র পদে মামলার রায় নিয়ে এনসিপির উদ্বেগ উদ্দেশ্যপ্রণোদিত’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা