চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের কেইপিজেড শিল্পকারখানা এলাকায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আনোয়ারা উপজেলার কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)।
আহতরা হলো একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।জানা গেছে, বৃহস্পতিবার সকালে কেইপিজেড শিল্পকারখানার ভেতরে একটি পাহাড়ে পাখি ধরতে গিয়েছিল এই চার শিশু। এসময় হঠাৎ পাহাড় ধসে পড়ে। পরে চাপা পড়া অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চারজনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধারকারী মো. রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। পরে চিকিৎসক রোহান ও মিজবাহকে মৃত্যু ঘোষণা করে বাকি দুজনকে চমেক হাসপাতালে রেফার্ড করেন।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় সকালে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দুজনের মৃত ঘোষণা করা হয়েছে। বাকি দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
(ঢাকা টাইমস/০১মে/এসএ)

মন্তব্য করুন