শার্শায় ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শায় ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শুভ ঘোষ মানিকগঞ্জের সুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারে মাদকের একটি চালান নিয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে একজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে শুভ ঘোষ নামে একজনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে শুভ ঘোষ মানিকগঞ্জ থেকে বাগআঁচড়ায় আসে।
জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৯২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলে জানায় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। পরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে এবং জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।
(ঢাকাটাইমস/০৪মে/এসএ)

মন্তব্য করুন