সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

সিলেটে গাঁজাসহ মো. পারভেজ নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. পারভেজ নেত্রকোনার মদন থানার চানগাঁও গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি সিলেট নগরীর কানিশাইল এলাকার সজিব মিয়ার কলোনীতে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ক্বীন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বার্তায় জানিয়েছেন, থানার রেকর্ডপত্র পর্যালোচনায় আসামি পারভেজের বিরুদ্ধে অস্ত্র আইন, দস্যুতা ও দ্রুত বিচার আইনে আরো ৫টি মামলা রয়েছে।
(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

মন্তব্য করুন